আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরুত্ব মেনে চলার কোন বিকল্প নেই। কিন্তু আশাশুনি উপজেলার অধিকাংশ বাজারে এখনো সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে মানুষের মধ্যে অনীহা প্রকট হয়ে দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশকে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও মহল্লায় টহল দিতে এবং বাজার মনিটরিং করতে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। পুলিশ ও প্রশাসন এলাকায় গমন করলে মানুষ ভয়ে এসব আইন কানুন মেনে চলতে ব্যস্ত হলেও, কিছুক্ষণের মধ্যে আবারও কাছাকাছি, পাশাপাশি ও একসাথে অবস্থানের ঘটনা অহরহ ঘটে চলেছে। গ্রাম পুলিশ বারবার চেষ্টা করলেও তাদেরকে মান্য করতে দেখা যাচ্ছেনা। বাজারের পথে, দোকানে এবং নির্দিষ্ট বসার স্থানে মানুষকে অনিরাপদ অবস্থায় দেখা যাচ্ছে। ফলে আশাশুনির মানুষ হোম কোয়ারিনটাইনে থাকলেও মানুষের খামখেয়ালিপনা কতটুকু ক্ষতিকর হয়ে দাড়াবে এনিয়ে শংসয়-শঙ্কা রয়েগেছে। এব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহন এবং ইউনিয়ন ট্যাগটিমের কার্যক্রম জোরদার করনের জন্য এলাকার মানুষ জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply