আবারও লোকালয়ে চিত্রা হরিন, পরে সুন্দরবনে অবমুক্ত করন

স্টাফ রিপোটার ঃ আবারও পথভুলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে প্রবেশ করেছে একটি চিত্রা হরিণ। পরে তাকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। বুধবার ভোরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া নামক গ্রামে হরিনটি পথ ভুলে চলে আসে। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। পরে সিপিপি ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় হরিণটি ধরে তারা তাকে আবারও সুন্দর বনে অবমুক্ত করেন।
এ ব্যাপারে ষ্টেশন কর্মকর্তা আবু সায়ীদ জানান, হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ তার স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বিপরীতে গহীন সুন্দরবনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল সোমবার কোবাদক স্টেশন থেকে লোকালয়ে আসা একটি হরিণও উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *