এদেশে ‘প্রথম’ জেল হত্যার ঘটনা ঘটেছিল ১৯৫০ সালের ২৪শে এপ্রিল রাজশাহী জেলের ‘খাপড়া ওয়ার্ডে’। সেদিন ৭ জন গুলি করে হত্যা ও ৩২ জনেরও বেশি কমরেডকে গুরুতর ভাবে আহত করা হয়েছিল। তারা হলেন কুষ্টিয়ার কমরেড হানিফ শেখ,কমরেড দেলোয়ার হোসেন,দিনাজপুরের কমরেড বিজন সেন,কমরেড কম্পরাম সিংহ,রংপুরের কমরেড সুধীন ধর, ময়মনসিংএর সুখেন ভট্রাচার্য, খুলনার কমরেড আনোয়ার হোসেন। মারাত্নকভাবে আহত হয়েছিলেন সারা ভারত বর্ষের মধ্যে অর্থনীতিতে প্রথম শ্রেনীতে প্রথম হওয়া বাংলা মায়ের কৃতি সন্তান কমরেড আঃ হক সহ ৩২ জন।
আনোয়ার হোসেন হচ্ছেন সাতক্ষীরার বুধহাটার গরীব বিধবা মায়ের সন্তান। খুলনায় জেলা স্কুলে পড়াকালে তিনি রাজনীতিতে যুক্ত হন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ভাষা আন্দোলনে থাকার দায়ে গ্রেফতার হয়েছিলেন। সেই বিবেচনায় ভাষা আন্দোলনের কারণে প্রথম শহীদ খাপড়া ওয়ার্ডে মৃত্যুবরণকারী আনোয়ার হোসেন।
প্রথম ভাষা শহীদ আনোয়ার হোসেন আজও ভাষা শহীদ হিসেবে স্বীকৃতি পায়নি
Leave a Reply