অনুর্ধ-১৯ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন: ১১০ অসহায় পরিবারের মাঝে রাতের আধারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন


তাঁর জন্মস্থান সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রাম ও পাশের দাড়কি গ্রামের ৫০টি পরিবার এবং তাঁর নানার বাড়ি পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাইকোলা এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেয়া হয়।
রবিবার ও সোমবার রাতে ওই পরিবারগুলোর বাড়িতে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে যোগে প্রতি প্যাকেটে ৩ কেজি চাল, ১কেজি ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি ও তেল পৌঁছে দেন মৃত্যুঞ্জয় ও তাঁর স্বজন-শুভানুধ্যায়ীরা।খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করা থেকে শুরু করে অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কর্মযজ্ঞতায় জাতীয় যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন নিজে ছাড়াও আরো উপস্থিত তাঁর বড়ভাই ছিলেন ড্রিম আইটি রিচার্স’র নির্বাহী পরিচালক ইমরুল চৌধুরী ইমু, প্রতিষ্ঠানটির সদস্য আবির মাহমুদ তোহা, মৃত্যুঞ্জয়ের স্বজন মোহাম্মাদ তবিবর রহমান, প্রান্ত, নিয়াজ শরিফ, মোখলেছুর রহমান প্রমুখ।

এদিকে, যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের এরূপ মহতী উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ ও মঙ্গল কামনা করে তাঁর পাশে থাকার প্রত্যয় জানান হিজলদী গ্রামের সন্তান এলজিআরডি উপসচিব আজম-ই-সাদাত পল্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, সমাজসেবক আবু সিদ্দিক, প্রভাষক আশরাফুল ইসলাম, মাস্টার আলহাজ্ব আবুল হোসেনসহ এলাকার সাধারণ মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *