এপ্রিল ৮: গতকাল (মঙ্গলবার) দিবাগত মধ্যরাতে উহান থেকে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে উছাং রেলস্টেশন, উহান স্টেশন, ও হানখৌ স্টেশনগুলো যাত্রীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার গ্রীনকোড দেখানো এবং শরীরের তাপমাত্রা পরিমাপ সাপেক্ষে ট্রেনে চড়ে দেশের অন্যান্য স্থানে যেতে সক্ষম হন।
চীনের রেলপথ কোম্পানির উহান শাখা অফিসের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, লকডাউন তুলে নেওয়ার পর ২৭৬টি ট্রেন উহান থেকে চীনের শাংহাই, শেনচেন, ছেংতু ও ফুচৌসহ বিভিন্ন এলাকার উদ্দেশ্য যাত্রা করে। টিকিট বিক্রির পরিমাণ থেকে জানা গেছে, ৮ এপ্রিল প্রায় ৫৫ হাজার যাত্রী উহান থেকে ট্রেনে করে বিভিন্ন এলাকায় যাবেন। এদের মধ্যে ৪০ শতাংশ পার্ল নদীর বদ্বীপ এলাকার শহরে যাবেন। (সুবর্ণা/আলিম/মুক্তা)
Leave a Reply