নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর প্রাণ সায়ের এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) বিকাল ৩টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর প্রাণ সায়ের এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের প্রাণ সায়ের এলাকায় ১শ’ ৩৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও শহিদুল আরেফিন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply