নিজস্ব প্রতিনিধি ঃ “করোনায় ভয় নয়, সচেতনতা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লিংকটেক আইটি এর সিইও ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন’র উদ্যোগে এবং জেলা ছাত্রলীগের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুর এলাকায় সাতক্ষীরা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দীপ, ছাত্রলীগ নেতা মো. আজমীর হোসেন ফারিব, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান সাগর, সদস্য আল আমিন, বাবু, ইকবাল, মোমিন, মেহেদী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বাছাইকৃত কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও হাত ধোয়ার জন্য ১ টি করে সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
Leave a Reply