স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় টিসিবি পন্য ক্রয়ে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। বিশেষ করে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে টিসিবি পন্য ক্রয়ের জন্য সামাজিক দূরত্ব বজায় না রেখে সাধারন মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে টিসিবির পন্য ক্রয়ের জন্য ৩ ফুট দূরত্বে বাঁশের বেঁড়ার মধ্য দিয়ে লাইনে দাড়িয়ে পন্য ক্রয়ের ব্যবস্থা করেছেন। তারপরও এই বাঁশের বেঁড়ার বাইরে করোনার ঝুকি নিয়ে বহু নারী-পুরুষ এক জায়গায় দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে টিসিবি পন্য ক্রয়ের জন্য। এর ফলে আইন শৃংখলার বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খান।
Leave a Reply