নিজস্ব প্রতিনিধি ঃ ‘করোনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে অসহায় মানুষ। সেই অসহায় খেটে খাওয়া মানুষের কষ্ট ভাগা-ভাগি করে নিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক তুফান কোম্পানি লি. এর চেয়ারম্যান আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট চত্বরে সকরকারি নির্দেশনা মেনে জনসমাগম না ঘটিয়ে সদর থানা পুলিশের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী‘ বিতরণ করা হয়। সকল দুর্যোগে যিনি দুঃখী মানুষের ব্যথায় ব্যতিথ হয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান তিনি সাতক্ষীরাবাসীর প্রাণের এবং প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা।
এসময় সাতক্ষীরা সদর উপজেলার ২০০টি খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম।
Leave a Reply