শ্যামনগরে যাত্রীবাহি বাস উল্টে ২০ যাত্রী আহত

শ্যামনগরে যাত্রীবাহি বাস (সাতক্ষীরা- জ-০৪-০০৩২) উল্টে ২০ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ হতে কালিগঞ্জ যাওয়ার সময় কামাল মাষ্টার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। কালিগঞ্জ অগ্নি নির্বাপক দলের সদস্যরা আহতযাত্রীদের উদ্ধার করে শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় শিক্ষক কামাল জানান, যাত্রীবাহি বাসটি কামাল মাস্টারের মোড়ে কালভার্টের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ২০ যাত্রী গুরুত্বর আহত হয়। আহত যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাসটি দ্রুত গতিতে কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রচন্ড শব্দে রাস্তার ধারে উল্টে যায়। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওমর ফারুক বলেন আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, বাসটির চালক ও সহকারী পালিয়েগেছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।শ্যামনগর সদর প্রতিনিধি ঃ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *