প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস্ এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর ব্যবস্থাপনায় ও এক্টিভিস্তা সাতক্ষীরার যুবদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে ”আতঙ্ক নয়, সচেতনতায় পারে করোনা ভাইরাসকে রুখতে” এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতার লক্ষ্যে শহরের পলাশপোল, কাটিয়া, আমতলা, কলেজ মোড় ও বাস টার্মিনালে অবস্থানরত জনগণের মাঝে লিফলেট ও বিনামূল্যে যুবদের দ্বারা তৈরি কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। এছাড়া হেড সংস্থার বল্লী, লাবসা, ব্রম্মরাজপুর ও নগরঘাটা ইউনিয়নের যুব গ্রুপের সদস্যরা তাদের কমিউনিটিতে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। লিফলেট ও মাস্ক বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। যুবরা জনগণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ প্রদান করেন এবং যুবরা সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মাঝেও লিফলেট ও মাস্ক বিতরণ করে।
Leave a Reply