বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে খুলনার মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে মৌখিক চুক্তিতে ইমারত শ্রমিক সাত্তার কাজ করিয়ে পাওয়ানা টাকা না দেওয়ায় অভিযোগ করেছে তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নে। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা ফুলবাড়ীগেটের জামাল উদ্দীন সাবুর মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশন এর সাথে তালার ভায়রা গ্রামের ইমারত নির্মান শ্রমিক আব্দুল সাত্তার শেখের গত ১৫/০৫/১৯ তাং এ পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার আর সি,সি, গাথুনি, প্লাষ্টারের কাজের চুক্তি হয়। এছাড়া মেসার্স তৌফিক এন্টার প্রাইজের মুজিবর রহমানের সাথে ফুলবাড়ী গেট ল্যাবরেটারী স্কুলে কাজের শার্টারিং এর কাঠ বাঁশ আটকিয়ে রেখে অন্য মিস্ত্রী দিয়ে কাজ করাচ্ছে। পাটকেলঘাটা স্কুলের কাজ ৭ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সে কাজ কর্তৃপক্ষ ১২ মাস লাগিয়ে দিয়েছে যার কারনে ইমারত শ্রমিক সাত্তারের সাথে অন্য শ্রমিকদের মুজুরীর টাকা বকেয়া থাকায় সাথে থাকা মিন্ত্রীরা আর কাজ করতে চাইছে না বলে মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশনের মালিক সাবুর সাথে গোলযোগ সৃস্টি হয়। যাতে ন্যায্য প্রাপ্য মুজুরি পেতে পারে তার ব্যবস্থার জন্য তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ১৫/০৩/২০ তারিখে ইউনিয়ন কর্মকর্তারা আপোষ মিমাংসার শর্তে সন্ধ্যা ৭টায় বৈঠকে বসে ও মালিক পক্ষের গাফিলতিতে মিমাংসা হয়নি। এ বিষেয়ে তালা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ আবু দাউদ বলেন, মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ ন্যায্য মুজুরিতো দুরের কথা নির্মান শ্রমিক সাত্তারকে হুমকি ধামকির উপর রেখেছে বলে সাত্তার জানান। যার কারনে ইউনিয়ন কর্তৃপক্ষ আপোশ মিমাংসা না হওয়া পর্যন্ত কাজটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। যে কারনে কর্তৃপক্ষ শ্রমিকের নামে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে।
Leave a Reply