নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের পলাশপোলে সাবেক এমপি হাবিবুর রহমান সড়ক আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় কড়াই থেকে নির্মাণ সামগ্রী সড়কে ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম.এ জলিল এবং পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার এডিপি’র অর্থায়ণে শহরের মেইন রোড় কে লাইন পরিবহন কাউন্টার’র পাশর্^ হতে সাবেক পৌর মেয়র এম.এ জলিল’র বাড়ি পর্যন্ত ৪শ’৬০ ফুট রাস্তা ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, সৈকত, ঠিকাদার আব্দুল ওহাব, পৌর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply