গোয়ালডাঙ্গা ও তেঁতুলিয়া চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫৮শত টাকা জরিমানা


উপজেলা প্রতিবেদক আশাশুনি: আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা ও তেঁতুলিয়া বাজারে করোনা ভাইরাসের প্রভাবে হঠাৎ করে নিত্য পন্যের দাম বৃদ্ধি করায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীকে ৫৮শত টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিত্য পন্যের দাম বাড়ানোর কারনে ভোক্তাধিকার আইনে গোয়ালডাঙ্গা বাজারের কাঁচামাল ব্যবসায়ী বিধান মণ্ডলকে ৩ হাজার টাকা চাউল ব্যবসায়ী আজিজুল ইসলামকে ৫শত টাকা। কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার ব্যবসায়ী জয়ন্ত কুন্ডুকে ২হাজার টাকা, সালাম গাজীকে ৩শত টাকা জরিমানা করেন। এসময় তিনি বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জজ আবদুস সালাম সহ সঙ্গীয় ফোর্স, অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *