মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের গ্রামের মুনসুর ও রমেশা বেগমকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। তারা দুজনই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গতকাল তাদের হাতে চেক তুলে দেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য রমেশ সরকার ও প্রশান্ত সরকার। ক্যান্সার আক্রান্ত রোগীদের অনুদান প্রদান করায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত।
Leave a Reply