প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর বারাত গ্রামের সদয় দাশের কন্যা সেজুতি প্রভা (৫) কে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ^াস, অন্যতম নেতা পল্লব ঢালী, রাজেস দেবনাথ, দেবহাটা উপজেলা সংগঠক উত্তম কুমার পালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সেঁজুতির পিতা সদয় দাশ মেয়ের সু চিকিৎসার বিত্তবানদের আর্থিক সহায়তা কামনা করে সাতক্ষীরা প্রেসক্লাবে গত ২১ মার্চ ২০২০ তারিখে একটি সংবাদ সম্মেলন করে। এ খবর পেয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সেঁজুতির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান এবং তার শারীরিক সুস্থতা কামনা করেন।
Leave a Reply