আশাশুনিতে নবাগত (ভূমি) সহকারী কমিশনার পদে যোগদান


বি এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলা (ভূমি) অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন শাহীন সুলতানা। রবিবার সকালে তিনি যোগদান করে দায়িত্ব ভার গ্রহন করেন। খুলনা কালেক্টরেট হতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এক মাস আগে আশাশুনিতে যোগদান করেন। যোগদানের পরই তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় গমন করেন। প্রশিক্ষণ শেষে তিনি রবিবার আশাশুনিতে ফিরে আসেন। এদিন তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মীর আলিফ রেজার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব ভার বুঝে নিয়েই তিনি করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদেশ থেকে আসা লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করাসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও তিনি একই দিনে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *