নিজস্ব প্রতিবেদক: ব্যাংক এশিয়ার পক্ষ হতে দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এ ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে গবাদী-পশু, কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের টাইগার পয়েন্টে ‘মানবতার বন্ধন’ অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে ৫০টি গরু ও অন্যান্য সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক ই ইলাহী, রমজাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল, আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম¥দ বোরহান উদ্দিন, চ্যানেল ব্যাংকিং বিভাগ প্রধান সর্দার আকতার হামিদ, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান তাহমিদুর রশিদ, ফাইন্যান্সিয়াল ইনক্লশান বিভাগের প্রধান জাকির হোসেন ভূঁইয়া সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply