মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা মিঠাবাড়িতে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ৮ দলীয় ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, 
খেলায় প্রধান উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক কামরুজ্জামান রিকু, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, সাংবাদিক আল মামুন, সাংবাদিক শাহিন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক বিল্লাল হোসাইন, রাসেল গোলদার, মনিরুজ্জামান মনি, সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি মিজানুর রহমান, আব্দুল আজিজ, মোশাররফ হোসেন, রোকোন হোসেন প্রমুখ। 
৮ দলীয় ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাদশ ২-০ গোলে পাটকেলঘাটা ফুটবল একাদশ কে হারিয়ে খুলনা ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
খেলায় ধারাভাষ্যে ছিলেন মাষ্টার অলিউল ইসলাম ও ডাক্তার আবুল কুদ্দুস।
চ্যাম্পিয়ন দলকে নগত ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। এসময় খেলায় ম্যান অব দ্যা সিরিজ কে পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের পক্ষ একটি মিনিস্টার টোস্টার উপহার দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *