বিশেষ প্রতিনিধি, দেবহাটা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর লিস্টিং অপারেশন এবং মুল শুমারির গণনা কার্যক্রমে ‘তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার’ পদে আবেদনকারীদের নিয়োগ পরীক্ষা আজ বৃহষ্পতিবার । দুপুর ২ টা থেকে দেবহাটা কলেজ ও দেবহাটা সরকারি বিবিএমপি ইনষ্টিটিউশনে পরীক্ষায় অংশগ্রহন করবেন আবেদনকারীরা। ইতোমধ্যেই উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে নির্ধারিত দু’টি পদে দাখিলকৃত আবেদন থেকে ত্রুটিপুর্ন আবেদনপত্র বাতিল পরবর্তী বাছাইকৃত মোট ৪৬৫ জনের তালিকা প্রকাশ করেছে উপজেলা পরিসংখ্যান অধিদপ্তর। এর আগে গত ১৪ জানুয়ারী দু’টি পদের জন্য নিয়োগে আগ্রহী দেবহাটা উপজেলার স্থায়ী বসবাসকারী বেকার যুব, যুব মহিলা, ও ছাত্র ছাত্রীদের থেকে শর্তসাপেক্ষে লিখিত আবেদন জমা দেয়ার আহ্বান জানায় উপজেলা প্রশাসন। ভারপ্রাপ্ত দেবহাটা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস সামাদ জানান, সুপারভাইজার পদে ¯œাতক পাশ ও তালিকাকারী/গণনাকারী পদে এইচএসসি পাশ প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছিলো। নির্ধারিত দুটি পদের জন্য উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে মোট ৫৯৭ জন প্রার্থী আবেদনপত্র দাখিল করেন। এসকল আবেদনের মধ্য থেকে বিভিন্ন ত্রুটির কারনে ১৩২ জনের আবেদনপত্র বাতিল এবং পরীক্ষায় অংশগ্রহনের জন্য বাছাইকৃত ৪৬৫ জনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭৬ জন তালিকাকারী/গণনাকারী এবং ১০ জন সুপারভাইজার নিয়োগ পাবেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরীন বলেন, স্বচ্ছতার সাথে দু’টি পদের নিয়োগ সম্পন্ন করতে আবেদনকারীদের জন্য ত্রিশ মার্কস্ এর প্রশ্নপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিয়োগ পেতে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ন হতে হবে। এছাড়া প্রার্থীদের আধুনিক এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী, নির্ভুল বানান ও সহজে বোধগম্য সুন্দর হাতের লেখা হওয়া বাঞ্ছনীয়। এতে করে কোন প্রকার দুর্নীতি-অনিয়ম ছাড়াই সুষ্ঠভাবে পরীক্ষার মাধ্যমে কেবলমাত্র যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন।
Leave a Reply