নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের আমতলা মোড় এলাকায় অনুষ্ঠিত কেককাটা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রনি। যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের জেলা সভাপতি আবু জাহিদ ডাবলু, সেক্রেটারী হাফিজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক এহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, যুবদল নেতা হযরত, ফারুক, রবিউল ইসলাম, জাম্বু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কমল ফকির, সুমন, পৌর ছাত্রদলের সেক্রেটারী সুমন রহমান, সোহেল রানা, অর্ঘ, সাইফুল, মহিউদ্দীন, মামুন, মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে। এছাড়া দেশে গণতন্ত্র হত্যা করেছে। দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল মাঠে থাকবে।
Leave a Reply