দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সরকারি কেবিএ কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আজিজের রেকর্ডীয় সম্পত্তি কামটা গ্রামের মৃত. শাহাবুদ্দিনের ছেলে বিএনপি নেতা আব্দুল কাদের ও জামায়াত নেতা আব্দুর রশিদ জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছেন অভিযোগ উঠেছে। জানা গেছে, ১৯৫৫সাল থেকে বালিকৃষ্ণপুর মৌজার এস,এ ৫৭নং খতিয়ানে লিখিত সাবেক ৫৮২ দাগ, বর্তমান বি.আর.এস ৪৬৮ দাগে ০.৫৪একর জমি গোলাপজান বিবির এক আনা সম্পত্তির মালিক। গোলাপ জানের মৃত্যুতে তার একপুত্র আব্দুল আজিজ ও এক কন্যা ঐ জমির ওয়ারেশ হন। পরে ২৩ জানুয়ারী ২০১৮ সালে ভাই বোনের জমির অংশ বিনিময় করে কলেজ শিক্ষক আব্দুল আজিজ একক ভাবে প্রাপ্ত হন। উক্ত সম্পত্তিতে পূর্বে ধান্য চাষ করলেও বিগত কয়েক বছর যাবত সমগ্র ০.৫৪ একর ভূমিতে মৎস্য ঘের করে কালতক মালিক পক্ষ আব্দুল আজিজ দখলিকার আছেন। উক্ত ভূমিতে বা তাহার কোন অংশে কামটা গ্রামের মৃত. সাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাদের(৪৫) ও আব্দুর রশিদ(৫৬) এর কোন প্রকার স্বত্বস্বার্থে দখল সংশ্রব ছিল না। তাদের কোন অংশ না থাকার সত্বেও নিত্যান্ত অন্যায় ও বেআইনি ভাবে জমিতে জবর দখল করবে বলে। তারা ভেড়িবাধ ভেঙ্গে দিবে বলে এবং ঘেরের ক্ষতিসাধান করবে বলে বিভিন্ন প্রকার হুমকি ও পায়তারা করছে বলে জানান কলেজ শিক্ষক। তিনি আরো বলেন, বর্তমানে পাশ্ববর্তী ঘের মালিক ২ সহোদর অতিরিক্ত পানি তুলে এবং ভেড়িবাধ ভেঙ্গে দিয়ে তাদের দখলে নিতে অপকৌশল চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে তারা লাঠিসোটা, লোহার রড নিয়ে মারতে এগিয়ে আসে। আমি তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply