আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য মুজিব র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শুদ্ধস্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, বিজয় ফুলের উপর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। স্ন্ধ্যায় আতশবাজি অনুষ্ঠান ও উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাউদ বিন খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, কৃষকলীগ সভাপতি সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply