সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুই’শ শীতার্ত দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টির মধ্যে কনকনে শীত আর ঠা-া বাতাস উপেক্ষা করে হতদরিদ্র পরিবারের নারী-পুরষ হাজির হয় খলিষখালীর দুদলি ঈদগাহ্ মাঠে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সমকাল সুহ্নদ সমাবেশের সহযোগিতায় শীতার্তমানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও আল-খায়ের ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব শীতার্তমানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুলবাসার, যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আরিফুর রহমান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খান ( মিলন),পাটকেলঘাটা প্রেসক্লাবের উপদেষ্টা জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন প্রমুখ।
খলিষখালী এলাকার বৃদ্ধ আজগর আলী (৭০) কম্বল হাতে পেয়ে ভিষন খুশি। হাসিমুখে বলেন ‘খুব ঠা-া, বাজান শীতে বড্ডো কষ্ট পাতিলাম। তোমাগির এই কম্বল অনেক ভালো কম্বল। ঠান্ডা মোটেও সহ্যকরতি পাত্তিছিলাম না। আল্লাহ তোমাগির ভালো নাখুক’।
আলেয়া বেগম বলেন ‘আমাগির অনেক উপকার হলো। অনেক ভালোমানের কম্বল। কেউ এতো ভালো কম্বল দেয়না। কম্বল পেয়ে আমরা খুব খুশি’।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন বলেন ‘ আল-খায়ের ফাউন্ডেশন এবং সমকাল সুহ্নদ সমাবেশ তালার খলিষখালী এলাকার হতদরিদ্র শতিার্তমমানুষের মাঝে কিম্বল বিতরণ করায় এই এলাকার মানুষ খুবই উপকৃত হলো। ভবিষ্যতে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশ এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটাই আমাদের প্রত্যাশা।
Leave a Reply