জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজেন ১৭ জানুয়ারী শনিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ ফুটবল খেলা। এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ০৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ২০ সদস্যের সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ফুটবল দলের প্রধান সমন্বয়কারী মো. আহম্মাদ আলী সরদার, জেলা ফুবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা ফুবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, জেলা ফুটবল দল বাছাই কমিটির সমন্বয়কারী মাধব দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম বারর আলী, রেফারী আসাদুর রহমান আসাদ প্রমুখ।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখো-মুখি হবে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল বনাম পিরোজপুর জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’উপলক্ষে জেলা ফুটবল দল বাছাইয়ের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ৬০ জন খেলোয়াড় বাছাই পর্বে অংশ নেয়। ৮দিন ব্যাপি প্রশক্ষণ শেষে বাছাইয়ে ২০ সদস্যের সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা হলেন- কাবিজ, বিদ্যুৎ, মামুন, আরিজ, হাফিজুর, লিটন, পারভেজ, তোতন, জহির, মহানন্দ, সালাম, পলাশ, সাগর, সুমন, বেল্লাল, সিদ্দিক, জাকির ও মিয়ারাজ। সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণাকালে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও জেলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply