সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার ০৭ নং ওয়ার্ডে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ “মুজিববর্ষের অঙ্গিকার, পৌরসভার ০৭নং ওয়ার্ড হবে ডিজিটাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ। এসময় পৌরসভার ০৭নং ওয়ার্ডে ৮০০জন অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আত্মমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু শীতের কষ্ট লাঘবে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ৮০০ জন অসহায় শীতার্থ মানুষের মাঝে তার পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন। অসহায় মানুষ কম্বল পেয়ে বেজায় খুশি মনে পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র জন্য দোয়া করে বাড়ি ফেরেন। এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীন।
Leave a Reply