মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার প্রস্তুতি সভা

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী-২০২০-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃর্তৃক ঘোষিত ৪৫৮দিনের মুজিব বর্ষ কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনের সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা দলের পৌর সভাপতি মোঃ আসাদুজ্জামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, অর্থ সম্পাদক আব্দুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, কৃষি ও সমবায় সম্পাদক সংকর মিস্ত্রি, বন ও পরিবেশ সম্পদক আবুল খায়ের,
সহ-যুব ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াজকুরুনি শুভ, মহিলা সম্পাদক নাজমা খাতুন, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ১নং সভাপতি আনারুল ইসলাম ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল হোসেন, ৫নং সাধারণ সম্পাদক আনিছুর রহমান,৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
সভায় আগামী ৯ই জানুয়ারী বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকজমকপূর্ণ ভাবে মুজিব উৎসব পালনের গৃহীত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মিদের প্রতি আহবান জানান।
শেষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ বঙ্গবন্ধু বিজয় পদক পাওয়ায় পৌর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *