টুঙ্গিপাড়া প্রতিনিধি ঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত ৭ জন সচিব।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব নিযুক্ত জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, ধর্ম মন্ত্রনালয়ের সচিব নুরুল ইসলাম, সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব জয়নুল বারী, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ,শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন,স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব আলী নুর,গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন। পরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন।
Leave a Reply