পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধে মা ও মেয়েকে পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার: পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধে সোহেল উদ্দীন সরদারের স্ত্রী ছফুরা খাতুন ও মেয়ে এসনায়ারা খাতুনকে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে সদর উপজেলার আড়–য়াখলী মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুত্বর জখম অবস্থায় ছফুরা খাতুন ও এসনায়ারা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছফুরা খাতুন বলেন, ‘মৃত মিয়াজান গাজীর ছেলে নুর উদ্দীন ও মইনুদ্দীন, নুর উদ্দীনের ছেলে শফি ও রজিব উল্লা। এছাড়াও মইনুদ্দীনের স্ত্রী আবেদা, শফি’র স্ত্রী রেহেনাসহ অনেকেই দুপুরে আমার উপর হামলা চালায়। প্রথমে শফি আমার মাজায় লাঠি মেরে ফেলে দেয় পরে সবায় মিলে পিটিয়েছে। আমার মেয়ে তাদের বাঁধা দেওয়ায় তার মাথায় বাকের আঘাত দিয়ে রক্তাক্ত জখম করে। পরে লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে।’ জমি-জমা সংক্রান্ত এ বিরোধ মিমাংশায় ইউনিয়ন পরিষদে একাধিকবার বসাবসি হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল ও ইউপি সদস্য মনিরুল ইসলামের সমাধানের দায়িত্ব থাকলেও তারা সেটি চেষ্টা করেনি। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *