সমাজের অসহায়,অসুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা গঠন করেন একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। গতকাল ছিল সংগঠনটির ১ম বর্ষ পূর্তি। কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশে ৩টি বিভাগীয় শাখা, ৯টি জেলা শাখা ও ১৩টি উপজেলা শাখায় সংগঠনের সদস্যরা কেক কেটে জন্মদিন পালন করেন। গতকাল ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) সংগঠনের উপদেষ্টা জনাব সেলিম রেজা, অতিরিক্ত সচিব, ডেসকোর পরিচালক, সংগঠনের উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, রমনা জোনের ডিসি জনাব সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত, অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহি, সার্বিক তত্বাবধায়নে কেন্দ্রীয় অর্থ সম্পাদক,নাট্যকার ওসমান গনি বাবলা ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী লুৎফর রহমান রিপন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রেহানা জলি, টিভি অভিনেতা আব্দুল আজিজ, কন্ঠশিল্পি ইত্যাদি খ্যাত গায়ক আকবর, কন্ঠশিল্পি পলি সায়ন্তনী, নাট্য পরিচালক ও অভিনেতা আকাশ রঞ্জন, অভিনেত্রী আজরা জেবিন তুলি,অভিনেত্রী শ্রুতি খান, অভিনেত্রী সেজুতি ইসলাম সহ অসংখ্য শিল্পী এবং ফাউন্ডেশনের নেত্রীবৃন্দরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি হাবিবুর রহমান বলেন, আমি শুরু থেকে আছি এবং সবসময় ভালো কাজের সাথে যুক্ত থেকে মানবতার কল্যান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দরা মানবতার কল্যানে কাজ করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা জি.এম সৈকতের পাশে থেকে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য জেলার মত সাতক্ষীরা জেলা শাখা,তালা সদর ও আশাশুনি উপজেলা,কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে ফাউন্ডেশনের জন্মদিন পালন করা হয়।
Leave a Reply