জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক বিবৃতিতে টাঙ্গাইলের বাউল শিল্পী শরিয়ত বয়াতীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা অবিলম্বে শরিয়ত বয়াতীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। জাসদ নেতৃদ্বয় আউল-বাউল-মারফতি-মুর্শিদী-কবি-জারি-সারি-ভাটিয়ালি-গম্ভিরা গান, যাত্রা-পালাসহ দেশজ লোকজ সংষ্কৃতি, বাঙালিয়ানা এবং মুক্তবুদ্ধি-যুক্তি-জ্ঞানের ঘোরতর শত্রু মৌলবাদী-জঙ্গিবাদীদের সাথে হাত মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে শরিয়ত বয়াতীর মত বাউল শিল্পীদের গ্রেফতার-নির্যাতনের ক্ষমাহীণ অপরাধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জঙ্গিবাদী-মৌলবাদীদের সাথে আঁতাতকারী প্রশাসন ও পুলিশের এধরনের কর্মকর্তাদের অপসারণ করার জন্য সরকারের প্রতি দাবি জনান।
Leave a Reply