নিজস্ব প্রতিনিধি: কালিগজ্ঞ উপজেলা নলতার চৌমুহোনী এলাকাতে জেলা পরিষদের পুরাতন সড়ক যুক্ত জায়গাটি দীর্ঘ দিন অবৈধ্য দখলদারদের করায়াত্ব ছিল। এ অবস্থায় গত ১৮ জানুয়ারী বিকালে সাতক্ষীরা জেলা পরিষদ এর পক্ষ হতে জায়গাটিকে চিহ্নিত খোটা মারা ও সাইনবোড টানানো হয়। জমিটি মাপার সময় উপস্থিত ছিলেন এ অঞ্চলের জেলা পরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান সেলিম। ৪ হাজার বর্গফিট এলাকাটি জেলা পরিষদ কতৃক চিহ্নিত করার পরপরই ভূমি ভক্ষকদের টনক নড়ে। আর তারপর থেকে জায়গাটি দখলের পায়তারা শুরু করে। আর এ অবৈধ্য ভাবে দখল করার প্রধান ব্যক্তি হচ্ছে বরেয়া গ্রামের জনৈক সোবহান সরদারে ছেলে এহসানুল হক। যার বিরুদ্ধে অবৈধ্য ভাবে নিজের নানার সম্পত্তি দখল করার অভিযোগ রয়েছে।
জনৈক এহসানুল হক কতৃক নলতার চৌমুহনীর জেলাপরিষদের চিহ্নিত জায়গা অবৈধ্যভাবে দখল নেওয়া পায়তারা

Leave a Reply