কালিগঞ্জে কৃষকদের ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলায় কৃষকদের ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও দোবে ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালনায় বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন দোবে ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক সবুজ দোবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার নাসিম সায়াদাত, উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন, আব্দুস সালাম, সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার ২৫ জন কৃষক অংশগ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার জানান, কৃষক ও কৃষি ব্যবসায়ীদের প্রচলিত বিপণন ব্যবস্থার উন্নতি করতে, সমস্যাগুলি চিহ্নিত করা এবং প্রশক্ষণের মাধ্যমে এলাকার বর্তমান কৃষি পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নের জন্য জ্থান বৃদ্ধি। বাজারজাতকরণ সম্পর্কে ধারনা ও জ্ঞান বৃদ্ধি। ক্ষদ্রতর কৃষক গ্রুপ কি এবং এর প্রক্রিয় এবং কাজ সমূহ। নির্বাচিত উচ্চমূল্য ফসলের নিরাপদ উৎপাদন, ব্যবসা পরিকল্পনা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি। ফল ও সবজির সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও প্রয়োজনীয়তা বিষয়ক জ্ঞান বৃদ্ধি করা। সমবায় এবং চুক্তিভিত্তিক ব্যবস্থাপনর মাধ্যমে উৎপাদিন পন্য সংরক্ষণ ও পরিবহনের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিতকরন। পন্য বাজারজাতকরণ ও ব্যবসায়ের মাধ্যমে লাভ-ক্ষতি নির্ণায় প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও প্রত্যাশা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *