আশাশুনিতে মটর সাইকেল চালক অপহৃত, থানায় এজাহার দাখিল

আশাশুনি প্রতিবেদক : আশাশুনিতে ভাড়ায় মটর সাইকেল চালক বাবলুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অপহৃতের পিতা আবুল কালাম সরদার থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, ভাড়ায় মটর সাইকেল চালক বাবলু রহমান (৩০) বুধহাটা গ্রামের মৃত গহর আলি সরদারের ছেলে তার (বাবলুর) মামা রবিউল ইসলামের বাড়িতে থেকে ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তার মটর সাইকেল নিয়ে দাঁদপুর সোহরাব মার্কেট সংলগ্ন আল-আকসা মসজিদের সামনে তিনি যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় পিতা ও ঠিকানা অজ্ঞাত বাবু (৪০) নামের এক ব্যক্তিসহ ৫/৬ জন সাদা রঙের নোহা মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থানে পৌছে বাবুলকে জোরপূর্বক মাইক্রোতে উঠিয়ে অপহরণ করে নিয়ে চলে যায় একটি চক্র। উপস্থিত লোকজন বাঁধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। স্থানীয়রা অপহৃতের (বাবলুর) মটর সাইকেলটি উক্ত অপহরণকারীদের আত্মীয় আগরদাড়ি গ্রামের ওমর আলির ছেলে আঃ ছাত্তারের বাড়িতে হেফাজতে রেখেছেন। এব্যাপারে অপহৃতের পিতা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজহার দাখিল করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *