সিএএ বাতিল করুন, মোদীকে ‘আবেদন’ মমতার, অন্য সুর ‘গণভোট’ নিয়েও

এক দিকে সিএএ বিরোধী বার্তা সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে। অন্য দিকে, সুর কিছুটা নরম বৃহস্পতিবারের ‘গণভোট’ মন্তব্য প্রসঙ্গে। দলীয় বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার এই অবস্থানই নিলেন তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়

সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) এবং এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি)-র বিরোধিতা যেমন চলছিল, তেমনই যে লাগাতার চালিয়ে যেতে হবে, এ দিনের বৈঠকে সে কথা দলকে জানিয়ে দিয়েছেন নেত্রী। তৃণমূলের টিকিটে নির্বাচিত সব বিধায়ক ও সাংসদকে এ দিনের বৈঠকে ডাকা হয়েছিল। ডাকা হয়েছিল জেলা এবং রাজ্য নেতৃত্বকেও। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান সে কথা। তবে এ দিনের সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রতি মমতার আক্রমণের সুর ছিল অপেক্ষাকৃত নরম। অমিত শাহকে নিয়ে সে ভাবে কোনও মন্তব্য এ দিন করেননি তিনি। আর প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে তাঁর আবেদন— ‘‘আপনি গোটা দেশের প্রধানমন্ত্রী, আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন। আপনাকে আমি অনুরোধ করব, দয়া করে সিএএ এবং এনআরসি বাতিল করুন।’’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *