বধির জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিনত করতে হবে- সাতক্ষীরায় এড. তৈয়েমুর আলম


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় বধির সংস্থার পক্ষ থকে সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সদরের বিনেরোপোতা গোপীনাথপুরস্থ প্রধান কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বধির কল্যাণসংঘের সভাপতি গনেশ চন্দ্রের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বধির কল্যান সংস্থার চেয়ারম্যান সুপ্রিম কোর্টেরআইনজীবী তৈয়েমুর আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খান, ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আসলাম খান, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম (বধির)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা বধির কল্যান সংঘের সাধারণ সম্পাদক সুভাষ হালদার, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সার্বিক তত্তাবধায়ক রুপালী রায়,কোষাধ্যক্ষ মোখলেছুর রহমানসহ অন্যান্য সদস্যগন। উল্লেখ্য সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘকে স্কুল করার লক্ষে ৫ লক্ষ টাকা অনুদান ও অফিস কম্পিউটার প্রদান এবং বধিরদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ৭০ লক্ষ বধির জনগোষ্ঠী আছে। বধিররা সমাজের বোঝা নয়। বধির জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিনত করতে হবে। বধির জনগোষ্ঠীর কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতিটি জেলায় স্কুল নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে। সমাজের বিত্তবান মানুষরা বধিরদের পাশে দাড়ালেই মানব সম্পদে পরিনত হবে।
ক্যাপশনঃ জেলা বধির কল্যান সংঘের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান এড. তৈয়েমুর আলম খন্দকার।

.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *