৩৯ পদের নতুন তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার – আ’লীগের নতুন কমিটিতে ভাগ্য খুলতে পারে সাবেক ছাত্রনেতাদের

আবুল বাশার নূরু : ২৪ জানুয়ারি গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর প্রথম সভায় দলের ৩৯ শুন্য পদে পছন্দের নামের তালিকা পৃথক পৃথকভাবে জমা দিয়েছেন নেতারা। দলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে নতুন কমিটিতে রাখা হবে কিনা, সে বিষয়ে সভাপতিমন্ডলীর সদস্যদের মতামত চেয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানকের মধ্যে বির্তকও হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, কাল বৃহস্পতিবার দলটির পূণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বুধবার রাতে এই প্রতিবেদককে বলেন, তালিকা প্রকাশ সংবাদ সম্মেলনের মাধ্যমে নাকি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তা এখনও ঠিক হয়নি। তবে যে মাধ্যমেই হোক কাল তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে তালিকা প্রকাশ করবেন।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ঘোষিত ৪২ পদে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। কমিটির নতুন মূখ সাবেক মন্ত্রী শাজাহান খান ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শুন্য ৩৯ পদে সাবেক ছাত্রলীগ নেতাদের দেখা যেতে পারে বলে গুঞ্জণ রয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, সভাপতিমন্ডলীর সদস্যরা তালিকা জমা দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *