সাতক্ষীরা প্রেসক্লাবের সংবর্ধনা : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রবিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে উক্ত সংবর্দনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ বানার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, এড. আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, আব্দুল বারী প্রমুখ।
বক্তারা এ সময় সাতক্ষীরার উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *