সদর হাসপাতালে আসাদুজ্জামান বাবু'র পক্ষ থেকে হুইলচেয়ার ও টিভি বিতরণ


নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র পক্ষ থেকে সদর হাসপাতালে প্রবীণ ও মুক্তিযোদ্ধা রোগীদের জন্য হুইল চেয়ার এবং বহিঃবিভাগের চিকিৎসকদের শিডিউল ডিসপ্লের জন্য টিভি বিতরণ করেছেন। একই সাথে সিনিয়র সিটিজেন কার্ডের উদ্বোধন করেন তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা সদর হাসপাতালের বহিঃবিভাগে সিভিল সার্জন ডা. আবু শাহীনের নিকট এসব হুইল চেয়ার ও টিভি হস্তান্তর করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, সদর হাসপালের জুনিয়র কনসালটেন্ট ডা. হাফিজ উল্লাহ, মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি, যুবলীগ নেতা আব্দুল কাদের, আলম আল রাজী রাজ, গাজী আসাদ, ফয়সাল অপু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *