মহিলাদের ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন ভারতের কোনেরু হাম্পি। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
আর্মাগেডনের লেই তিঙ্গজিকে প্লেঅফে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন হাম্পি। যা তাঁর ক্ষেত্রে বাড়তি কৃতিত্বের। কারণ, ২০১৬ থেকে ২০১৮, এই দুই বছর মা হওয়ার কারণে দাবা খেলেননি তিনি। ফেরার এক বছর মধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন হলেন হাম্পি। ২৬ ডিসেম্বর মস্কোয় শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। যা শেষ হল শনিবার।
দিনের শুরুতে নয় নম্বরে সবার উপরে ছিলেন তিঙ্গজি। আট পয়েন্টে অনেকটাই পিছনে ছিলেন হাম্পি। এক সময় নাটকীয় ভাবে প্রথম তিন দাবাড়ু একই পয়েন্টে দাঁড়িয়ে যান। তাঁরা হলেন তিঙ্গজি, হাম্পি ও আতালিক। শেষ হাসি অবশ্য হাসেন হাম্পিই।
চ্যাম্পিয়ন হওয়ার পর হাম্পি বলেছেন, “দিনের শুরুতে ভাবতে পারিনি যে শীর্ষে পৌঁছব। বরং প্রথম তিনে থাকার আশা করছিলাম। টাই-ব্রেক গেমে খেলার কথা মনে আনিনি। প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে ফিরে এসেছিলাম। শেষ গেমে ভাল জায়গায় ছিলাম। সহজেই জিতেছিলাম।”
Leave a Reply