বিক্ষোভে জ্বলছে উত্তরপ্রদেশ, মৃত ৬, গুলি চালায়নি, দাবি পুলিশের

দিনভর উত্তরপ্রদেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে প্রাণ হারালেন অন্তত ৬জন। সূত্রের খবর, বিজনৌরে দু’জন এবং সম্বল, ফিরোজাবাদ, মেরঠ ও কানপুরে একজন করে বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তবে গুলি চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের মধ্য়ে থেকেই গুলি চলেছে।

উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিংহ বলেন, ‘‘আমরা একটা গুলিও চালাইনি। যদি গুলি চলে থাকে, তাহলে তা বিক্ষোভকারীদের মধ্য়ে থেকেই চলেছে।’’

সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শুক্রবার ফের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে উত্তরপ্রদেশের একাধিক জায়গায়। ফিরোজাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সেইসময় পুলিশের গুলিতে এক জন প্রাণ হারান বলে জানা গিয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুর-সহ একাধিক জায়গায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি  সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *