তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় “জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলাবদ্ধতাজনিত পরিবেশ প্রতিবেশের বিপর্যয় ও নারীর উপর অর্পিত বৈষম্যর প্রেক্ষিতে উদ্ভুত সমস্যা মোকাবেলায় পরিকল্পনা গ্রহণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় তালা উত্তরণ আইডিআরটি অফিস চত্বরে পানি কমিটি ও যুব পানি কমিটির আয়োজনে ও উত্তরণের সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
উত্তরণ কর্মকর্তা জাহিন শামস সাক্ষরের সঞ্চালনায় ও কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজুর রহমান রাজু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমুখ। সংলাপে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পানি কমিটির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে মডারেটরে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অচিন্ত্য সাহা, শেখ আব্দুল হান্নান, আশরাফুন নাহার আশা ও রেজাউল করিম।
Leave a Reply