জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনায় মতবিনিময়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চলতি বছরে পাঁচশত ৩৭টি বাজার তদারকি করে ৯৮৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যার পরিমান ৩৮ লাখ ১০ হাজার টাকা। এছাড়া ১৪০টি অভিযোগের প্রেক্ষিতে ২৬টি প্রতিষ্ঠানকে জরিমানার মাধ্যমে দুই লাখ ৮৬ হাজার একশত টাকা আদায় করে ২৬ জনকে ২৫ শতাংশ হিসেবে ৭১ হাজার পাঁচশত ২৫ টাকা প্রদান করেছে।
অংশগ্রহণকারী বলেন, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীকে নৈতিকতা ও মূল্যবোধ ধারণ করে সেবা প্রদান করা উচিত। এর পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়া জরুরি। এছাড়া এধরণের সভা নিয়মিত আয়োজনেরও আহবান জানান অংশগ্রহণকারীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এসএম নাজিমুল ইসলামের সভাপতিত্বে সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, ক্যাব খুলনার সেক্রেটারি মোঃ নাজমুল আজম ডেভিড, ব্যবসায়ী, হোটেল-রেস্তরা, বেকারি মালিক, দোকান মালিক সমিতি, ভোক্তা, ড্রাগ সুপার ও চেম্বার অব কমার্সের প্রতিনিধি বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *