চমক দিয়েই শেষ হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চমক দিয়েই শেষ হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টা নাগাদ ৮১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

তবে ৮১ সদস্যের কমিটিতে একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদসহ আরও কয়েকটি সম্পাদকীয় পদ বাকি রেখে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সদস্যরা আগামী ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করবেন বলে জানা গেছে।

 নব ঘোষিত কমিটিতে রয়েছেন যারা 

১. সাংগঠনিক- আফজাল হোসেন

২. সাংগঠনিক- সফিউল আলম  চৌধুরী নাদের, এবারই প্রথম দলে পদ পেয়েছেন।

• যেসব সম্পাদক পদের নাম ঘোষণা করা হয়েছে

► অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আশা খান এবারই প্রথম দলে জায়গা পান।

► তথ্য ও গবেষণা সম্পাদক  ড. সেলিম মাহামুদ, প্রথম বারের মত পদ পান।

► শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক  হাবিবুর রহমান সিরাজ, পূর্বের কমিটিতে একই পদে ছিলেন।

► উপ-দপ্তর প্রচার সম্পাদক  আমিনুল ইসলাম আমিন, পূর্বে একই পদে ছিলেন।

► উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য বিদায়ী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


• আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যারা

সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদর উদ্দিন কামরান, দীপঙ্কর তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান (রাজশাহী), ডা. মুশফিক (হবিগঞ্জ), অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন (লালমনিরহাট) অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

নতুন সদস্য হলেন হোসনেয়ারা লুৎফা ডালিয়া, সফুরা খাতুন, সানজিদা খানুম,  আনিসুর রহমান, শাহাবুউদ্দিন ফরাজি, মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, ,আমীরুল আলম মিলন, আক্তার জাহান, ডা. মুশফিক, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *