কালিগঞ্জে অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরণ ও সেফটি নেট নীতিমালার বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরণ এবং সেফটি নেট নীতিমালার বাস্তবায়ন, সমস্যা ও সুপারিশ গ্রহণ শীর্ষক কর্মশালা সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ২ টায় উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করেন উত্তরণ অপ্রতিরোধ্য পকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ ইউসিসিএ’র সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী মিলন অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উত্তরণ’র কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, নলতা শাখা ব্যবস্থাপক কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, ভূমি কমিটির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *