উপকূীয় এলাকায় একফসলী জমিকে ২য় ফসলের আওতায় আনার জন্য বোরো মৌসুমে ধান বীজ, সবজি বীজ ও জৈব সার বিতরন


বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স ২৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ একফসলী জমিকে ২য় ফসলের আওতায় আনার জন্য বোরো মৌসুমে ধান বীজ, সবজি বীজ ও জেব সার বিতরন করা হয়। উক্ত বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুর কাসেম মোড়ল, চেয়ারম্যান, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, জনাব পারভেজ জামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। উপকূলের ১৬৪ জন কৃষক-কৃষাণীদের মাঝে ১৫১০ কেজি লবনসহনশীলন জাতের ব্রী-৬৭ ও বীনা- ১০ ধানবীজ বিতরন করা হয়। এছাড়া ৬২ জন কৃষক-কৃষানীদের মাঝে বিনা চাষে সবজি উৎপাদনের জন্য ৩২০ কেজি আলুবীজ, ১১ কেজি রসুনবীজ ও ৬২০ কেজি ভার্মি কম্পোস্ট জৈবসার বিতরন করা হয়। বিতরনের পূর্বে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব পারভেজ জামাল লবনাক্ত এলাকায় চাষ উপযোগী ধানবীজের বৈশিষ্ট, বীজতলা তৈরী, বীজতলা পরিচর্যা এবং বীনা চাষে আলু, রসুন, পেঁয়াজ ও সূর্যমূখী উৎপাদন কৌশল সম্পর্কে কৃষক কৃষাণীদের প্রশিক্ষন প্রদান করেন।
সভায় বক্তাগন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ এলাকার কৃষিকে শক্তিশালী করণ ও অধিক উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *