অপরাধ দমন পরিষদ কালিগঞ্জে র আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

অপরাধ দমন পরিষদ (এডিপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিজয় সমাবেশ এবং শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এডিপি এর আইনজীবী পরিষদের সচিব এড.পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাধ দমন পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন সামি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাংবিদিক রবিউল ইসলাম ও আজিজুল হাকিম, ইউপি সদস্য মোনাজাত আলী, সাংগঠনিক সস্পাদক আব্দুস সামাদ, পূর্ণবাসন ও গণশিক্ষা সম্পাদক শফিকুল ইসলাম, প্রেস সচিব আকবর হোসেন।
বক্তব্য রাখেন ইডা পরিচালক আক্তার হোসেন, আলোকিত ফাউন্ডেশনের পরিচালক আব্দুল লতিফ, সাংবাদিক আহমেদ উল্লাহ বাচ্চু, দেবহাটা সভাপতি রায়হান হোসেন, আহসান হাবিব, রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে অসহায় শীতার্থ মানুষদেরকে কম্বল ও মশারী বিতরণ, অসুস্থ্য বৃদ্ধ ও প্রতিবন্ধিদেরকে নগদ টাকা ও চেক বিতরণ করা হয়। শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মিগণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি এডভোকেট আল মাহমুদ পলাশ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত চলমান দূর্নীতি ও শুদ্ধি অভিযান কে স্বাগত জানান এবং সফলতা আননায়নে এডিপির কর্মিদেরকে ঘুষ, দূর্নীতি, ভেজাল, অবৈধ টাকা, সম্পদ, জমি দখল কারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত করার জন্য গণসচেতনতা মূলক কার্যত্রমের মাধ্যমে ব্যক্তি ও সামাজিক অপরাধ রাষ্ট্রীয়ভাবে দমন হয়ে আসবে। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *