জেলা পরিষদের সদস্য ও সমাজসেবক আল ফেরদৌস আলফার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি ইউনিয়ন ও ভূমিহীন অসহয়ায় পরিবারের সদস্যদের মধে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যেয়ে এ বস্ত্র বিতরন করেন তিনি। এদিকে সখিপুর ইউনিয়ন পরিষদ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা,উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আরুতী রানী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪০ জন করে এবং বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।
দেবহাটা পানির কলে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
দেবহাটার জগন্নআথ পুর পানিরকল মোড় পাঞ্জেগানা মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশ^বর্তী পানিরকল মোড়ে এ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, আসমোতুল্লাহ গাজী আসমান, মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আফছারুল গাজী, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, পারলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরাসহ মুসল্লিরা। উল্লেখ্য যে, গ্রামবাসি, জেলা পরিষদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা’র ব্যক্তিগত সহযোগীতায় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত করার সুব্যবস্থা করার লক্ষ্যে এ কাজ এগিয়ে চলেছে।
সখিপুরে সেলাই মেশিন ও পানি নিস্কাশন পাইপ বিতরণ
দারিদ্র জনগোষ্টির নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে (এলজিএসপি) প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন এবং পানি নিস্কাশনের পাইপ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে চলতি অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ সেলাই মেশিন ও পাইপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, আব্দুল করিম, নির্মল মন্ডল, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আরুতী রানী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ।
Leave a Reply