তালা প্রতিবেদক: তালায়’ উত্তরণ ট্রেনিং সেন্টারে বৃহস্পতিবার সকালে শালতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শালতা বেসিন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার পেিরচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক এমএ ফয়সাল, পশ্চিম শালতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, কমিটির সদস্য গাজী শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, জি এম শহিদুল্লাহ, শিবপদ মল্লিক, পংকজ ফৌজদার, শংকর সরদার, সুজিত ভৌমিক, পংকজ মন্ডল, চিত্ত মন্ডল, এবাদুল ইসলাম, সুন্দরী রানী, প্রীতিশ মন্ডল, উত্তরণ কর্মকর্তা বৃষ্টি ঝরা বিপ্লব প্রমুখ। সভায় শালতা অববাহিকা কমিটির সদস্যবৃন্দ, তালা উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শালতা নদীর খনন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির বিষয়টি উত্থাপনের মাধ্যমে এবারের বোরো চাষের প্রতিবন্ধকতার অবস্থাটিও সমাধান করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে পাউবোর দৃষ্টি আকর্ষন করা হবে। তাছাড়া পানি কমিটির আয়োজনে উক্ত সভাতে শালতা নদীর পুনর্জীবনে সরকারের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন চলমান থাকায় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply