নিরঞ্জন সরকার
ট্রেনটি চলে ট্রেনটি চলে
বাতাসের সমুদ্রে ভাসিয়ে বেলুন
উলঙ্গ রথে ট্রেনটি চলে।
চার হাত থেকে ছয় ইঞ্চি কম
মাটি ছুঁয়েই জীবন,
এক মুঠো ভাত, হাতে নিয়ে
লক্ষ যোনি কাটে।
বৃষ্টির ফোটায়
সময় দৌড়াতে থাকে।
চাঁদ আর সূর্যের পদধ্বনিতে
চলন্ত বগীর শরীরে
হেঁটে চলে যৌবন,
নদীতে জোয়ার আসে
ফসল ফলে,
ট্রেনটি চলে।
বুকের উপর দিয়ে চলে অন্ধকার।
সব কটা জানালায়
সোনালী রোদ্দুর ডানা মেলে,
নীড়হারা কোকিলের চোখে
সন্ধ্যা নামে।
পাখিটা মারা যায়!
আবার আমি
স্টেশনে অপেক্ষায় আছি
ট্রেনটি চলে, ট্রেনটি চলে ।
Leave a Reply